সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / প্রশান্ত মহাসাগরের গভীরে মিললো নতুন ৩ প্রজাতির খোঁজ

প্রশান্ত মহাসাগরের গভীরে মিললো নতুন ৩ প্রজাতির খোঁজ

সম্প্রতি গবেষকদের ক্যামেরায় ধরা পড়েছে তিন ধরনের নতুন প্রজাতির স্নেইলফিস। এসব প্রজাতি সমুদ্রের ২১ হাজার ফুট নিচে বসবাস করে। অস্ট্রেলিয়ার নিউক্যাসেল ইউনিভার্সিটি সোমবার এ ঘোষণা করে।

ভিডিওতে নতুন আবিষ্কৃত স্নেইলফিসের আকৃতি অনেকটা বড় এবং জিলেটিন পূর্ণ থাকতে দেখা গেছে। এদের ত্বক স্বচ্ছ হওয়ায় ভিতরের সমস্ত অঙ্গের গতিবিধি ক্যামেরায় ধরা পড়েছে। বর্তমানে এই নতুন প্রজাতির প্রাণীদের গোলাপি, নীল এবং বেগুনি আটাকামা স্নেইলফিস নামকরণ করা হয়েছে।

মাছগুলোর গায়ে কোনও আঁশ নেই। তাদের দেহের সবচেয়ে শক্ত অংশ তাদের দাঁত এবং কানের ভিতরের হাড়, যার সাহায্যে তারা ভারসাম্য রক্ষা করে, জানিয়েছেন জনৈক গবেষণারত বিজ্ঞানী। এ বৈশিষ্টগুলোই তাদের সমুদ্রের গভীরে বসবাস করতে সাহায্য করে।

বিজ্ঞানীরা একটা স্নেইলফিসকে পানির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সেটি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করে গবেষণা চালানো হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছে সদ্য আবিষ্কৃত এই স্নেইলফিশগুলোর সঙ্গে আগেকার কোন প্রাণীর মিল নেই।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তুমব্রু সীমান্তে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

কামাল শিশির; রামু : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/