সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাজ্যে হঠাৎ বাড়ল মৃতের সংখ্যা

যুক্তরাজ্যে হঠাৎ বাড়ল মৃতের সংখ্যা

হঠাৎ করেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে গেছে যুক্তরাজ্যে। এ সংখ্যা মঙ্গলবারের থেকে বুধবার এক লাফে ৪ হাজার ৪১৯ জন বেড়ে মোট ২৬ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। ফলে ইউরোপের দেশগুলোর মৃত্যুর তালিকায় পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।

তাতে করোনা ঠেকাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

করোনা নিয়ে পাবলিক হেলথ ইংল্যান্ডের বুধবার সবশেষ তথ্যানুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭ জনে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। মৃতের এ সংখ্যা মঙ্গলবারের থেকে ৪ হাজার ৪১৯ জন বেশি।

এ সময় জানানো হয়েছে, করোনায় মৃত্যুর গণনাতে এই প্রথম হাসপাতালের বাইরের মৃত্যুগুলো ধরা হয়েছে। এতদিন কেবল হাসপাতাল ও কেয়ারহোমগুলোতে মৃত্যুর সংখ্যাই গণনায় নেয়া হচ্ছিল।

ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যুতে মঙ্গলবার পর্যন্ত পঞ্চম স্থানে ছিল যুক্তরাজ্য। বর্তমানে দেশটির অবস্থান দ্বিতীয়। আগে দ্বিতীয় স্থানে থাকা স্পেনের অবস্থান এখন তৃতীয়। এখানে মৃত ২৪ হাজার ২৭৫ জন। ২৪ হাজার ৮৭ জনের মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে আছে ফ্রান্স।

মৃত্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইতালি। এখানে মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৮২ জন। অপরদিকে সাড়ে ৭ হাজার মৃত্যু নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম।

আক্রান্তের তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে অবশ্য শীর্ষে রয়েছে স্পেন। এখানে ২ লাখ ৩৬ হাজার ৪৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬১ হাজার ৬৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩ জন।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২৮ হাজার ২১৫ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জনের শরীরে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/