সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘রোহিঙ্গা হত্যায় মিয়ানমার সেনাবাহিনী সরাসরি জড়িত’

‘রোহিঙ্গা হত্যায় মিয়ানমার সেনাবাহিনী সরাসরি জড়িত’


জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পর এবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের আইনি সংস্থা।

হত্যাযজ্ঞ ও বর্বরতার শিকার এক হাজার রোহিঙ্গার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়োগ করা আইনি সংস্থা পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি গ্রুপ।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে দেশটির সেনাবাহিনী সরাসরি জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জন্য রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। এর আগে, চলতি বছরের আগস্টে রোহিঙ্গা নিধনকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছে, রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ ঘোষণা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতা ও অধিকার কর্মীরা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/