সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / সাত ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

সাত ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সাত ক্যামেরার হ্যান্ডসেট আনছে। তাদের নতুন হ্যান্ডসেট হুয়াওয়ে পি ফোর্টি প্রোতে থাকতে পারে সাতটি করে ক্যামেরা। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ নাগাদ হুয়াওয়ে বাজারে ছাড়তে পারে পি ফোর্টি ও পি ফোর্টি প্রো মডেলের দুটি হ্যান্ডসেট। হ্যান্ডসেট দুটির সাতটি ক্যামেরার মধ্যে পাঁচটি রিয়ার ক্যামেরা এবং দুটি করে ফন্ট ক্যামেরা থাকতে পারে।

পি ফোর্টি প্রোর স্ক্রিন সাড়ে ছয় থেকে ছয় দশমিক সাত ইঞ্চি হতে পারে ধারণা পাওয়া গেছে।

অন্যদিকে নতুন সিরিজের এই ফোনে গুগলের অ্যান্ড্রয়েডের পরিবর্তে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতে পারে বলে আগেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কনজ্যুমার বিজনেস বিভাগের প্রধান রিচার্ড ইউ।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/