সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থী অপহৃত

সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থী অপহৃত

অপহরণ করা হয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থীকে। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে থেকে তাদের অপহরণ করে এর দায় স্বীকার করে নিয়েছে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির দাবি, ছাত্র বিক্ষোভের সময় আটকদের মুক্তি দিলেই তারা ওই তিন প্রার্থীকে ছেড়ে দেবে।

জানা গেছে, আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালানোর সময় মিন অং, নি নি মে মিন্ট এবং চিট চিট চ নামের তিন প্রার্থীকে গত সপ্তাহে অপহরণ করা হয়। তারা সবাই মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রার্থী।

অপহরণের বিষয়ে অনলাইনের প্রকাশিত একটি বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি অনুযায়ী তিন প্রার্থীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা হবে।

নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর অধিকারের দাবিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর থেকে অঞ্চলটিতে এই লড়াই তীব্র হয়েছে। আরাকান আর্মির অভিযোগ, এনএলডি সরকারের সেনাবাহিনী বেসামরিকদের ওপর সহিংসতা চালাচ্ছে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/