সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / হিলারি-স্যান্ডার্স এক্য নিয়ে সংশয়

হিলারি-স্যান্ডার্স এক্য নিয়ে সংশয়

Hilari & Tramp

অবশেষে রাজনৈতিক বৈরীতার অবসানের ঘোষণা দিলেন ডেমোক্রেটিক দলের দুই নেতা হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করারও ঘোষনা দিয়েছেন। শুধু তাই নয়, মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হিলারির সঙ্গে এক প্রচারণায়ও অংশ নিয়েছেন ভার্মন্টের এই সিনেটর। তবে তাদের এই ঐক্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এক মার্কিন দৈনিক।

নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত জনসমাবেশে স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই (হিলারি) ডেমোক্রেটিক দলের প্রার্থী হবেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয় নিশ্চিত করতে আমি সম্ভাব্য সব রকমের সহায়তা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তা মোকাবিলায় হিলারি ক্লিনটনই সবচেয়ে ভালো প্রার্থী।’

স্যান্ডার্সকে ধন্যবাদ দিয়ে হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার কৃতিত্ব স্যান্ডার্সেরই। তিনি বলেন, ‘আমাদের সবার একজোট হওয়ার এটাই সময়।’

এক সময়ের প্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে হিলারি আরো বলেছেন,‘আমি হোয়াইট হাউসে প্রবেশ করলে টেবিলে আমার পাশে স্যান্ডার্সের জন্য সবসময় এক আসন প্রস্তুত থাকবে।’

প্রার্থিতার লড়াইয়ে গত মাসে নিজের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই স্যান্ডার্সের সঙ্গে সমঝোতার আলোচনা চালিয়ে আসছিলেন হিলারি।

তবে মঞ্চে হিলারি ও স্যান্ডার্স মিলে যত মিষ্টি মিষ্টি কথা-ই বলুন না কেন, তাদের বন্ধুত্বতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। ওয়াশিংটন পোস্ট বলছে, মুখে মুখে দুজন দুজনের প্রতি একাত্বতা প্রকাশ করলেও তাদের শরীরী ভাষা কিন্তু বন্ধত্বপূর্ণ ছিল না। তাদের মধ্যে কিছুটা আড়ষ্ঠতা লক্ষ্য করা গেছে। তাই স্যান্ডার্স ও হিলারির এই ঐক্য শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে এই পত্রিকাটি।

দুই নেতার সমর্থকদের মধ্যেও বেশ অনৈক্য লক্ষ্য করা গেছে। সমাবেশে স্যান্ডার্সের কয়েকজন সমর্থকের হাতে,‘বার্নি ফর প্রেসিডেন্ট’ লেখা প্লাকার্ড শোভা পাচ্ছিল। অনেকের পরনে ছিল বার্নি অঙ্কিত টি শার্ট। এমনকি মঙ্গলবার প্রচারণায় বক্তব্যের শেষে দুই নেতা যখন পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন করেন তখনও কয়েকজন সমর্থককে দুয়োধ্বনি দিতে দেখা যায়। ডেমোক্রেট দল থেকে স্যান্ডার্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় তার কিছু সমর্থক রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন।

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/