সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / পাখির বাসায় সাপের হানা

পাখির বাসায় সাপের হানা

Snake & Egg-2

গাছের মগডালে বাসা করে সেখানে ডিম পেড়ে সন্তানের মুখ দেখার আশায় দিনের পর দিন তা দিয়ে যাচ্ছিল একটি মা পাখি।

এদিকে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোনোর দৃশ্য ধারণের জন্য সেখানে ক্যামেরা স্থাপন করেছিলেন আমেরিকার প্রকৃতি প্রেমিক ট্যান নগুয়েন। তার বাড়ির আঙ্গিনার পাশেই একটি গাছে বাসা বেধেছিল ওই পাখিটি।

কিন্তু নগুয়েনের ভিডিও ক্যামেরায় পাখির ফুটফুটে ছানার আগমনের মতো এমন সুখকর দৃশ্য ধারণের পরিবর্তে ফ্রেমবন্দী হলো নিষ্ঠুরতম এক দৃশ্য।

মা পাখিটির সামান্য অসাবধানতায় থেমে গেল নতুনের আগমন। বাসা ছেড়ে হয়তো খাবার সংগ্রহের উদ্দেশ্যেই মা পাখিটি উড়াল দিয়েছিল ডিমগুলো রেখে।

Snake & Egg-1

আর এ সুযোগে পাখির বাসায় হানা দিল নিষ্ঠুর এক সাপ। মা পাখিটির সব পরিশ্রম ধুলোয় মিশিয়ে এক এক করে চার চারটি ডিম টপাটপ গিলে ফেলল সে। পড়ে রইল শূন্য বাসা।

হতাশ ট্যান অবশেষে প্রকৃতির নিষ্ঠুরতার এই ভিডিওটিই ইউটিউবে আপলোড করেন। ইউটিউবে এই ভিডিওটি ৩০ লাখ দর্শক দেখেছেন।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

বিশ্ব ভালবাসা দিবস আজ https://coxview.com/hart-love-day/

বিশ্ব ভালবাসা দিবস আজ

অনলাইন ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য, ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/