সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

শুক্রবার (০৩ আগস্ট) জুমার নামাজ আদায়ের সময় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের খাজা হাসান মসজিদে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে।

আফগান পুলিশ জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন দুইজন মসজিদের ভেতর প্রবেশ করে। এ সময় জুমার নামাজ আদায়ে মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন।

তবে প্রাথমিক কোন সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজন সমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী।

আফগানিস্তানে কতো সংখ্যক শিয়া মুসল্লি রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশটিতে শিয়া মুসল্লির সংখ্যা মোট জনসংখ্যার ১০ থেকে ২০ শতাংশ।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/