সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / গ্রিসে অভিবাসীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ

গ্রিসে অভিবাসীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ

Greece  11 April -2016

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে অভিবাসীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

গ্রিসের পাশ দিয়ে সীমান্ত প্রাচীর ভেঙে মেসিডোনিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অভিবাসীরা। এ সময় তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়া হয়। গ্রিসের ইদোমেনি আশ্রয়শিবিরের পাশে সীমান্তে এ ঘটনা ঘটে। তবে গ্রিস না মেসিডোনিয়ার বাহিনী অভিবাসীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, তা জানা যায়নি।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ইদোমেনিতে আটকা পড়ে আছে প্রায় ১১ হাজার অভিবাসী। তারা মেসিডোনিয়ায় ঢুকতে চায়। কিন্তু মেসিডোনিয়া গ্রিস সীমান্তে প্রাচীর তোলায় তা সম্ভব হচ্ছে না। ফলে চরম মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।

বলকান রাষ্ট্রগুলো উত্তর ইউরোপে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। ফলে ইউরোপের উদ্দেশে রওনা দেওয়া অভিবাসীরা কাঙ্ক্ষিত দেশে পৌঁছানোর আগেই পথিমধ্যে চরম সংকটে পড়েছে। পদে পদে ভোগান্তির শিকার হচ্ছে তারা।

এ সপ্তাহ থেকে গ্রিস সেসব অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে, যারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের চুক্তিমতে আশ্রয় প্রার্থনার যোগ্য নয়। এরই মধ্যে কয়েক শ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে গ্রিস। পাকিস্তানের প্রায় ৩০০ অভিবাসীকে গ্রিসের দ্বীপগুলো থেকে তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিবাসীদের ফেরত পাঠানোর চুক্তির পর অভিবাসীদের স্রোত মোটা দাগে কমে গেছে।

সূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/