সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / ৪০ হাজার বছর পর ঘুম ভাঙল পোকাটির!

৪০ হাজার বছর পর ঘুম ভাঙল পোকাটির!

রিপ ভ্যান উইঙ্কলের গল্প শুনেছেন অনেকেই। দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলেন তিনি। এবার এমনই ঘটনা ঘটলো বাস্তবে। ৪০ হাজার বছর পর ঘুম থেকে জেগে উঠলো এক পোকা। এ যেনো কল্পকাহিনিকেও হার মানায়।

বরফের তলায় পাওয়া গেল দু’টি পোকা। বয়স যাদের ৩২ হাজার ও ৪০ হাজার বছর। এই দীর্ঘ সময় ধরে তারা ঘুমিয়ে ছিল! অবশেষে তারা জেগে উঠেছে। ঘটনা দেখে বিস্মিত বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফার্স্টপোস্ট’-এ প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। ‘ডোকলেডি বায়োলজিক্যাল সায়েন্সেস’ নামের জার্নালেও প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি।

জানা যাচ্ছে, রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল এই প্রাচীন পোকার ঝাঁককে আবিষ্কার করেছে। কোনও বহুকোষী প্রাণীর ক্ষেত্রে এমন দীর্ঘ দিন ধরে ঘুমিয়ে থাকার রেকর্ড এ পর্যন্ত নেই।

বরফের ভিতর থেকে ৩০০-রও বেশি নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। তার মধ্যে দু’টি নমুনা ওই ঘুমন্ত পোকাদের। তার মধ্যে জেনাস প্যানাগ্রোলাইমাস প্রায় ৩২ হাজার বছরের পুরনো।

এটি সংগ্রহ করা হয় রাশিয়ার উত্তর-পূর্বে আলাজেইয়া নদী থেকে। আর একটি নমুনা উত্তর-পূর্ব সাইবেরিয়ার কোলিমা নদী থেকে সংগ্রহ করা হয়। এটির বয়স ৪০ হাজার বছর।

বরফের আস্তরণ সরানোর পরেই ধীরে ধীরে স্পন্দিত হয় পোকাগুলি। প্রথমে কয়েক সপ্তাহ তাদের উপরে লক্ষ্য রাখা হয়। এর পর তাদের ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তাদের খাবার দেওয়া হয়। পোকাগুলি সেই খাবার গ্রহণও করে। পরে তারা অযৌন পদ্ধতিতে সন্তানের জন্মও দিয়েছে।

তবে এই প্রাচীন পোকাগুলির থেকে কোনও রোগ ছড়াতে পারে কি না, সে ব্যাপারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তুমব্রু সীমান্তে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

কামাল শিশির; রামু : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/