সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের

৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার হাইসান শহরে ৬৫৩ টি বুলেট হারানোর ঘটনায় কিম জং উন পুরো শহরে লকডাউন জারি করেছেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়। এ সময় বুলেটগুলো হারিয়ে যায়। আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ওই শহরে সেনা জারি করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানো হয়, তখন দেখা যায় তাদের কাছে ৬৫৩টি বুলেট নেই। প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে তল্লাশি শুরু করেন। সেনাকর্তারা যখন দেখেন, গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা সেই বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। আর সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করলেন কিম জং উন। ওই শহরে ২ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে।

এরই মধ্যে শহরজুড়ে অনুসন্ধান শুরু হয়েছে। কারখানা, কৃষি ক্ষেত্র, বিভিন্ন গ্রুপকে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে সমালোচকদের দাবি, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই মিথ্যা বলা হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/